বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে পতাকা মিছিল

শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে পতাকা মিছিল

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ শাহজাদপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ মিনার ও স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা শহিদ শাহিদুজ্জামান হেলালের কবরে পুষ্পস্তবক অর্পণ, পতাকা মিছিল ও আলোচনা সভা। এদিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা ১১ টায় শাহজাদপুর সরকারি কলেজ চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য পতাকা মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। পতাকা মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদ সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান শফি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, পৌর জাসদের সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন প্রমুখ। আলোচনা সভার আগে আবৃত্তি ও মুক্তিযুদ্ধকালীন প্রচারকৃত দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন অরণী সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ। উল্লেখ্য, ১৯৭১ সনের ৯ মার্চ বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ির ঐতিহাসিক বকুল তলায় আয়োজিত থানা আওয়ামীলীগের এক জনসভায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন করেন, তদানিন্তন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় কলেজ ছাত্র সংসদের জিএস শাহিদুজ্জামান হেলাল। সেই থেকে এইদিনটি শাহজাদপুরবাসী পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করে আসছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments