বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলামুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর: রংপুরের সাহেবগঞ্জ বধ্যভূমিতে মিললো শহীদদের রক্তমাখা কাপড়, হাড়গোড়

মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর: রংপুরের সাহেবগঞ্জ বধ্যভূমিতে মিললো শহীদদের রক্তমাখা কাপড়, হাড়গোড়

জয়নাল আবেদীন: রংপুর নগরের সাহেবগঞ্জের বধ্যভূমিতে মানুষের হাড়গোড় ও রক্তমাখা কাপড় পাওয়া গেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী সেনারা বাঙালি ইপিআর সদস্যকে ধরে এনে সেখানে হত্যা করে। স্বাধীনতার ৫০ বছর পর এই বধ্যভূমীর হাড়গোড় সংরক্ষণের উদ্যোগ নেয় রংপুর জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ওই বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়ার সময় এসব হাড়গোড় ও কাপড় পাওয়া যায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে নগরীর বিভিন এলাকার মানুষ ছুটে যান সেখানে। বিষয়টি জানাজানি হলে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা সেখানে পরিদর্শনে আসেন। বধ্যভূমি পরিদর্শনে এসে মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু জানান, মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষদের ধরে এনে পাকিস্তান বাহিনী নির্যাতন ও হত্যা করে রংপুরের বিভিন্ন স্থানে ফেলে দিয়েছিল। এই ইতিহাসের কথা এতদিন অনেকেই শুধু শুনেছেন। আজ সেই হায়েনাদের হাতে মারা যাওয়া মানুষের হাড়গোড় মিলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এসব হাড়গোড় সংরক্ষণ করা হবে। জেলা প্রশাসক আসিব আহসান জানান, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে এসব হাড়গোড় সংরক্ষণ করা হবে। প্রত্যেকটি বধ্যভূমি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। সেই ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে এসব হাড়গোড় সংরক্ষণ করা হবে। খনন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্বাবধায়ক খলিলুর রহমান জানান, বধ্যভূমির উপরিভাগ খোঁড়ার পর মানুষের হাড়গোড়, পরনের কাপড়, মানি ব্যাগ ও মাথার খুলি পাওয়া যায়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। সকলের উপস্থিতিতে সন্ধ্যায় হাড়গোড় নিয়ে যায় প্রশাসনের কর্তাব্যক্তিরা। এই বধ্যভূমিতে ১৯ জন শহীদদের গণকবর ছিল। সেখানে টাঙানো নামফলকে বরিশালের ল্যান্স কর্পোরাল আশরাফ আলী মিয়া, টাঙ্গাইলের সাজেন্ট মোহাম্মদ জালাল উদ্দিন, কুষ্টিয়ার কর্পোরাল আব্দুল সালাম, গাজীপুরের কর্পোরাল জহির উদ্দিন মিয়া, নওগাঁর সিও অফিসার জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জের সার্জেন্ট সৈয়দ আব্দুল হাই, কুমিল্লার সার্জেন্ট আব্দুল মোমেন, ব্রা²ণবাড়িয়ার সার্জেন্ট আবুল হোসেন, টাঙ্গাইলের সার্জেন্ট আকবর হোসেন, ল²ীপুরের সার্জেন্ট তোফায়েল আহমেদ, পাবনার সার্জেন্ট আনোয়ারুল হক, জামালপুরের কর্পোরাল আব্দুল কাদের, বরিশালের কর্পোরাল কবির উদ্দিন আকন্দ, কুমিল্লার কর্পোরাল সাদেক হোসেন ভূইয়া, খুলনার সৈনিক আব্দুল ওয়াদুল খান, ব্রা²ণবাড়িয়ার সৈনিক সানাউল হক, গাইবান্ধার সৈনিক আবুল কাশেম প্রধান ও টাঙ্গাইলের সৈনিক আতোয়ার রহমান খাঁন এর নাম রয়েছে। উল্লেখ্য গত বছরের ৩০ নভেম্বর রংপুর টাউন হল বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে মানুষের হাড়গোড়, দাঁত পাওয়া যায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments