শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফন ছিনতাই

কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফন ছিনতাই

জি.এম.মিন্টু: কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ক্যামেরা ও মাইক্রোফন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ সাংবাদিক বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ সংলগ্ন কেশবপুর থানাধিন মেহেরপুর বিলের মধ্য হতে স্থানীয় ভুমিদস্যু রাশেদুলের নেতৃতে ¡ একটি সিন্ডিকেট অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ভারী যান বহনে অন্যাত্র বিক্রি করছে এই ধরনের একটি সংবাদ পেয়ে চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি আক্তার হোসেন, জবস টিভির কেশবপুর প্রতিনিধি আব্দুল করিম ও দৈনিক আমাদের সময়ের কেশবপুর প্রতিনিধি এম.এ রহমান বুধবার সকালে(১০ মার্চ-২১) তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় এবং মাটি কাটার স্থান ও মাটি বহনকরা ক্ষতিগ্রস্থ রাস্তার ভিডিও ধারন ও ছবি তুলতে থাকে। এসময় স্থানীয় ভুমিদস্যু ও মাটি ব্যবসায়ী কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের উজির আলী গাজীর ছেলে দুর্ধর্ষ আব্দুর রশিদসহ কতিপয় সন্ত্রাসী ভিডিও ধারন ও ছবি তুলতে বাঁধাগ্রস্থসহ সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসময় কর্মরত সাংবাদিকরা তাদের হুমকীর মুখে উক্ত স্থান ত্যাগ করে পাশ্ববর্তি গোবিন্দপুর হাইস্কুল মোড়ে অবস্থান নেয়। সাংবাদিকদের অবস্থান টের পেয়ে অবৈধভাবে মাটি ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের হোতা আব্দুর রশীদের নেতৃত্বে একদল সন্ত্রাসী গোবিন্দপুর হাইস্কুল মোড়ে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাস্তা ও মাটি কাটার ভিডিও ধারনের তথ্য প্রমান সম্বলিত ডি.এস.এল আর ৭০০ ডি মডেলের চ্যানেল এস এর ক্যামেরা ও মাইক্রোফন ছিনিয়ে নিয়ে যায়। এসময় ঐ সিন্ডিকেটের প্রধান রশীদ হুমকী দিয়ে বলেন, যদি কোন চ্যানেল বা পত্রিকায় এই সংবাদ প্রকাশ হয় তাহলে সেই সাংবাদিককে জানে মেরে ফেলা হবে। এঘটনায় চ্যানেল এস এর কেশবপুর প্রতিনিধি উপজেলার কাস্তা গ্রামের আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন বাদী হয়ে ঐদিন বিকেলে আব্দুর রশীদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, ঘটনা শুনেছি এবং অভিযোগ পেয়েছি। ক্যামেরা –-মাইক্রোফন উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments