বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগের আট জেলায় টিকা গ্রহণকারী চার লাখ ছাড়িয়েছে

রংপুর বিভাগের আট জেলায় টিকা গ্রহণকারী চার লাখ ছাড়িয়েছে

জয়নাল আবেদীন: করোনার টিকা নেওয়ার পঁয়ত্রিশ তম দিন রংপুর বিভাগের আট জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। তবে টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে। বিশেষ করে, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা সবচেয়ে কম। এই তিন জেলায় টিকা নিতে আগ্রহী হচ্ছে না জেলা শহরের বাসিন্দারা। উপজেলা ও গ্রাম পর্যায়ে এর সংখ্যা একেবারে নেই বললেই চলে।রবিবার পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ৩শ৬১ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী বলেন, রংপুর বিভাগের রংপুর ও দিনাজপুর জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথমদিকে বৃদ্ধি পেলেও এখন অনেক কমেছে। তার পরও টিকা গ্রহণকারী জেলার মধ্যে রংপুর জেলা এখনও শীর্ষে রয়েছে। রংপুরে এ পর্যন্ত টিকা নিয়েছে ৮৮ হাজার ৭শ৮৬ জন। এর পর রয়েছে দিনাজপুর জেলা। সেখানে টিকা নিয়েছেন ৮৪ হাজার ৬শ৭১ জন। সবচেয়ে কম টিকা নিয়েছেন লালমনিরহাটে, ২৯ হাজার ২শ৯০ জন। এর পরে রয়েছে কুড়িগ্রাম, সেখানে টিকা নিয়েছেন ৩৫ হাজার ৬শ৭৭ জন। তবে গাইবান্ধা জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে। সেখানে রবিবার পর্যন্ত টিকা নিয়েছেন ৪১ হাজার ৩শ৮৩ জন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকা দান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। দু-চার জন করে আসছেন আর টিকা নিচ্ছেন। কর্তব্যরত একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, টিকা নেওয়ার ব্যাপারে প্রথমদিকে যেমন সাধারণ মানুষের মাঝে আগ্রহ দেখা গিয়েছিল, এখন তা অনেক কমে গেছে।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গ্রামাঞ্চলে বিশেষ করে উপজেলা পর্যায়ে করেনানার টিকা গ্রহণকারীর সংখ্যা শতকরা দুই ভাগে নেমে এসেছে।এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় করোনায় টিকা গ্রহণকারীর সংখ্যা ১২ হাজার ৩শ৯৫ জন। এর মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি ৪ হাজার ৫শ০৭ জন। এরপরেই রয়েছে দিনাজপুর, সেখানে টিকা নিয়েছে এক হাজার ৮শ২২ জন। এছাড়া পঞ্চগড় জেলায় ৬শ০৬ জন, নীলফামারীতে এক হাজার ৬শ৪০ জন, লালমনিরহাটে ৫শ০৪ জন, কুড়িগ্রামে জেলায় এক হাজার ৮৬ জন, ঠাকুরগাঁয়ে ৬শ৯২ জন এবং গাইবান্ধায় এক হাজার ৫শ৩৮ জন।পুলিশ ও বিজিপির অনেক সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ টিকা নিচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে । তবে নারীদের টিকা নেওয়ার অগ্রহ খুবই কমই লক্ষ করা গেছে। এছাড়া টিকা গ্রহণকারী কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। বরং টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করে সবাইকে টিকা দেওয়ার আহ্বান জানান টীকাদানকারীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments