বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধুর জন্মশতর্বাষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুরে চারটি সড়ক আলপনার রঙে...

বঙ্গবন্ধুর জন্মশতর্বাষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুরে চারটি সড়ক আলপনার রঙে রঙিন

জয়নাল আবেদীন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতর্বাষিকী ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তি উপলক্ষে আলপনার রঙে রঙিন করা হয়েছে রংপুরে চারটি গুরুত্বর্পূণ সড়ক। বুধবার দুপুর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বর ও স্টেডিয়াম সড়কে একযোগে আলপনা আঁকাআঁকি শুরু হয়ে বৃহস্পতিবার বিকেলে শেষ হয় । রং তুলির ছোঁয়ায় প্রতিটি সড়ক হয়ে উঠেছে দৃষ্টি নন্দন।রংপুর জেলা প্রশাসনের আয়োজনে স্বেচ্ছাসেবি সংগঠন উই ফর দেম এর ব্যবস্থাপনায় রঙে রঙিন রংপুর’ শিরোনামে এই উৎসবে শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবি অংশ নেন।আলপনার কাজে অংশ নেয়া চারুশিল্পী ও স্বেচ্ছাসেবিরা মুখে মাস্ক পরে সড়কের বুকে রংতুলির ছোঁয়ায় আঁকাআঁকি করছেন আর আলপনা উৎসব দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবার নিয়ে অনেকেই আসেন আলপনা আঁকা দেখতে । উই ফর দেম এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামের সঙ্গে রাজপথের সর্ম্পক নিবিড়। রংপুরও এর ব্যতিক্রম নয়। ইতিহাসের অংশ হয়ে থাকা গুরুত্বর্পূণ সড়কগুলোর মধ্যে নগরীর চারটি সড়কে আলপনা আঁকা করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতর্বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছরর্পূর্তিতে আলপনার রঙে রঙিন রংপুর করার উদ্যোগ থেকে এসব করা হচ্ছে। চারুকলা একাডেমির পরিচালক আহসান আহমদে বলনে, আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের বিভিন্ন আন্দোলনের ইতিহাসের সর্ম্পক রয়েছে । আমরা আলপনার রঙে মহান মুডিক্তযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তোলার চেষ্টা করছি । আমাদরে বিশ্বাস নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্পকে আলপনার রঙে জানানো সম্ভব।জেলা প্রশাসক আসিব আহসান জানান করোনাভাইরাস পরস্থিতিরি কারণে সাবধানতা অবলম্বন করে আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে । রংপুর চারুকলা একামির ৩৫ জন এবং উই ফর দেম-এর ৬০ স্বেচ্ছাসেবি অংশগ্রহণ করেছেন। ৪ সড়কের প্রত্যেক অংশে লম্বায় ১শ২০ ফিট এবং প্রস্থ ১৫ ফিট করে আলপনা করা হয়। তিনি বলেন এর আগওে রংপুরে আলপনা উৎসব করা হয়েছিলো । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনে এবার গুরুত্বর্পূণ চারটি সড়ক আলপনার রঙে রঙিন করা হয়েছে আগামীতে আমরা আরও বড় পরিসরে এ রকম আয়োজন করতে চাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments