শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকরোনায়কালে বিশেষ অবদানের জন্য রংপুরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৫ জনকে সম্মাননা প্রদান

করোনায়কালে বিশেষ অবদানের জন্য রংপুরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৫ জনকে সম্মাননা প্রদান

জয়নাল আবেদীন : করোনাভাইরাস মহামারিকালে অসামান্য অবদান রাখায় বিভাগীয় নগরি রংপুরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে । দুপুরে রংপুর টাউন হল চত্বরে জেলা প্রশাসন এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন কর্মসূচির আওতায় রংপুর জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. এস এম নুরুন্নবী, গুড হেলথ হাসপাতালের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ। সংবর্ধনা প্রদানের আগে ‘রুপকল্প ২০৪১, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের ইবনে তাহের। আলোচক ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, মাহিগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ড. নাসিমা আকতার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক। সেমিনার ও আলোচনা পর্ব শেষে করোনা মোকাবেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিগণ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments