বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাঁচবিবিতে আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ভেদলার মোড় (পশ্চিম কৃষ্ণপুর) গ্রামে এক আদিবাসী মহিলা কে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আরতী রানী উড়াও (৩৮)। থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খগেন উড়াও এর বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মফিজ উদ্দিনের পুত্র আবু নাসির, আবু নাসিরের পুত্র আবু নাহিদ, গ্রাম পুলিশ রুহুল আমিন, আবু নাসিরের স্ত্রী মঞ্জুয়ারা দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ হামলায় খগেন উড়াও এর স্ত্রী আরতী রানী এগিয়ে আসলে তাকে মারপিট করে আহত করে। ঐ দিন রাতে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসেন পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াখ আলম, থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব, ওসি (তদন্ত) সারওয়ার হোসেন প্রমুখ। এ বিষয়ে পাঁচবিবি সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইসতিয়াখ আলম বলেন, “লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments