শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ডিজিটাল আইনে মামলা, গ্রেফতার ১

সিংগাইরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ডিজিটাল আইনে মামলা, গ্রেফতার ১

মিজানুর রহমান বাদল: সিংগাইরে ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগনেতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার। গ্রেফতারকৃত নেতা অলি আহমেদ মোল্লা (৫০)। তার বাড়ী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম গ্রামে। সে ওই গ্রামের মৃত হাজী সিদ্দিক মোল্লার পুত্র। সে জয়মন্টপ ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। গতকাল বৃহস্পতিবার সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মোঃ টিপু সুলতান বাদী হয়ে সিংগাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হওে রাতেই সিংগাইর থানার পুলিশ তাকে গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, তার নিজ নামীয় ”অলি আহমেদ মোল্লা” নামের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় সরকার বিরোধী অপপ্রচার চালান।সেই সাথে প্রধানমন্ত্রীকে নিয়ে ও কটুক্তি করেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃত অলি আহমেদ মোল্লা আগামী জয়মন্টপ ইউনিয়ন আ’লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে পোষ্টার-ফেষ্টুন সাটিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রিয়াজুল ডাক্তার বলেন, অলি আহমেদ মোল্লা একজন আ,লীগের নিবেদিত প্রাণ ও দুর্দিনের কর্মী । আমার জানামতে, সে মোবাইলও ভালো করে চালাতে পারে না। তারপরও কিভাবে যে কি হলো বুঝে উঠতে পারছি না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments