শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেফতার

সিংগাইরে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেফতার

মিজানুর রহমান বাদল: হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর বাড়ি সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লায়। সে ওই এলাকার হাফেজ মাওলানা জয়নাল আবেদীনের পুত্র। খালেদ সাইফুল্লাহর ছোট ভাই মাওলানা মুফতি মাসউদুর রহমান আইয়ূবী বলেন, আমার ভগ্নিপতি মাওলানা মোঃ আশরাফুল ইসলামের বাড়ি উপজেলার হাতনী গ্রাম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেহরী খাওয়ার পরে আমার ভাইকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। আমরা পরিবারের পক্ষ থেকে বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবো। জানাগেছে, সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর বিরুদ্ধে পল্টন থানায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নামে মামলা ছিল। ওইদিগত রাতে তাকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাতনি থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করার হয়। বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মাওলানা খালেদ সাইফুুল্লাহ আইয়ূবী। হেফাজতের নতুন কমিটি গঠন ও বক্তাদের নিয়ে রাবেতাতুল ওয়ায়েজিন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার পেছনেও ভূমিকা রেখেছিলেন তিনি। গ্রেফতারকৃত খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দুই ছেলে ও তিন মেয়ের জনক। তার পিতা হাফেজ জয়নাল আবেদীন সিংগাইর উপজেলা ইমাম পরিষদের একাংশের সভাপতি ও আজিমপুর কবরস্থান মাদরাসার প্রিন্সিপাল। বর্তমানে আইয়ূবী দেশের শীর্ষস্থানীয় একজন ইসলামী বক্তা ও সাভারস্থ হেমায়েপুরের আলমনগর মারকাজুত তারবিয়া মাদরাসার পরিচালক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments