জয়নাল আবেদীন: রংপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে । জেলার পীরগাছা উপজেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি‘র মাস্ক বিতরন গংগাচড়া উপজেলায় সনাতন ধর্মাবল্মবীদের সাথে মতবিনিময় এবং জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে মসজিদে মসজিদে সাবান বিতরন করা হয়েছে । গঙ্গাচড়া উপজেলা আলমবিদিতর ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির আয়োজনে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক পরুন সুস্থ্য থাকুন এই শ্লোগানে সয়ারবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অিনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, পূজা উৎযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিঠু সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, দলীয় নেতা আব্দুল মতিন অভি ,নূরে আলম সিদ্দীকি সহ অন্যান্য নেতৃবৃন্দ । জেলা পীরগাছা উপজেলার বিভিন্ন হাট বাজারে মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার বিতরন করেন বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা । রেড ক্রিসেন্ট সোসাইটির দল নেতা মনোয়ার হোসেন মুন্নার নেতৃত্বে ৫শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরন করেন আতিকা সুলতানা আলো,শহীদুল ইসলাম সহ অন্যান্য রেডক্রিসেন্ট সদস্যগন । এদিকে জেলা জাতীয় পার্টি নগরির প্রায় ১২শ মসজিদের সাবান বিতরন করেন ।