বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে গাছ কেটে জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ

বাউফলে গাছ কেটে জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ

অতুল পাল: বাউফলের দাশপাড়া ইউনিয়নের পূর্ব খেজুরবাড়িয়া গ্রামে জোর করে গাছ কেটে জমি দখল ও রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে বাউফল থানায় অভিযোগে দিলে পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে উভয় পক্ষকে শালিস-বৈঠকের জন্য ডেকেছেন বলে জানা গেছে। বুধবার (২৮ এপ্রিল) এঘটনা ঘটেছে। বাউফল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের তোফাজ্জেল হোসেন সুমন নামের এক ব্যাক্তি পৈত্রিক ও কবলা সূত্রে ১৮ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছিল। বুধবার ওই জমিতে গাছ কেটে জমি দখল ও নতুন একটি পাকা রাস্তা নির্মাণ করতে যায় মো. লিটন সরদার ও নাসির সরদার নামের দুই ব্যাক্তি। তারা জানায়, ওই জমির মধ্যে তাদেরও জমি রয়েছে। কিন্তু তোফাজ্জেল হোসেন সুমন দীর্ঘদিন পর্যন্ত জমি ভোগ দখলে রেখেছেন। এখন আমাদের প্রয়োজনে জমি উদ্ধার করতে যাই। জমি দখল এবং রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এরপর তোফাজ্জেল হোসেন সুমন বাউফল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এবিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এসিদ্ধান্ত দেওয়া হয়েছে। একই সাথে কাগজপত্রসহ মিমাংসার জন্য দুই পক্ষকেই থানায় আসতে বলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments