শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে ইটভর্তি ট্রাকের চাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মকর্তার

সিংগাইরে ইটভর্তি ট্রাকের চাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মকর্তার

মিজানুর রহমান বাদল: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইটভর্তি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মো. নজরুল ইসলাম বাবুল (৪১) নামের এক গার্মেন্টস কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ৬ টার দিকে বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডে গতিরোধকের উপর মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম বাবুল সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মৃত আব্দুল আজিজের পুত্র ও এক কন্যা সন্তানের জনক। স্থানীয়সূত্রেজানা গেছে, সকালে মোটর সাইকেল চালিয়ে বাবুল তার কর্মস্থল সাভারস্থ ফুলবাড়িয়ার ডার্ড গার্মেন্টসে যাচ্ছিলেন। এ সময় বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডের এলাকায় গতিরোধকটি অতিক্রম করার সময় হঠাৎ পিছন দিক থেকে আসা ঢাকাগামী একটি ইটভর্তি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা বাবুলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বাবুল ডার্ড গার্মেন্টেসের লাইন ইনচার্জ পদে কর্মরত ছিলেন। উপজেলার ধল্লা এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এ ব্যাপারে সিংগাইর থানার এসআই বখতিয়ার বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশে ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি। মোঃ নজরুল ইসলাম বাবুলের মৃত্যুতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ব্যাচ-৯৫ পরিববার গভীর শোক প্রকাশ করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments