বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাঠিকাদার ও পল্লী বিদ্যুতের মধ্যে ভুল বোঝাবুঝি: বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঠিকাদার ও পল্লী বিদ্যুতের মধ্যে ভুল বোঝাবুঝি: বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

অতুল পাল: পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। মৃত আল আমিন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের আব্দুল ছোমেদ মিয়ার ছেলে। তিনি দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ ঠিকাদারদের সাথে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আগামি ১৬ জুন স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজের নতুন ওই বিদ্যুৎ লাইনের উদ্বোধন করার কথা রয়েছে। হাসান বাউফলের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে শুক্রবার বিদ্যুৎ লাইন সম্প্রসারণ করার দায়িত্বে থাকা হাসান খানের ঠিকাদার প্রতিষ্ঠানের ফোরম্যান মো. নাইম হোসেন বলেন, চন্দ্রদ্বীপের বিদ্যুৎ সঞ্চালণ লাইনের সাত নম্বর খুঁটির কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। বিদ্যুৎষ্পৃষ্ট হওয়ায় আল আমিনের শরীরের প্রায় ৯০ ভাগ পুরে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ফোরম্যান নাইম বিদ্যুতের মূল সংযোগের সুইচ বন্ধ না করেই আল আমিনকে খুঁটিতে উঠে কাজ করার নির্দেশ দেয়ায় কারণেই আল আমিনের মৃত্যু হয়েছে। অভিযোগ অস্বীকার করে নাইম হোসেন বলেন, চন্দ্রদ্বীপের বিদ্যুৎ লাইন চালু করেছে এখবর বাউফল পল্লী বিদ্যুৎ অফিস আমাদেরকে জানায়নি। আমরা আমাদের সিডিউল মোতাবেক কাজ করছিলাম। অপরদিকে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) মো. সোহরাব হাছান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আজ শুক্রবার যে কাজ করছে এখবরই আমাদের কাছে নেই। কাজ করতে হলে আমাদেরকে আগে জানাবে। আমরা বিদ্যুৎ লাইন বন্ধ করে রাখব। ঠিকাদার প্রতিষ্ঠান বিদ্যুৎ বন্ধের জন্য আমাদেরকে জানালে হয়তো এ দুর্ঘটনা ঘটত না। উল্লেখ্য, আগামি ১৬ জুন নতুন ওই বিদ্যুৎ লাইন স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ উদ্বোধন করার কথা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments