রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় সদ্য খনণকৃত জোলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনায় সদ্য খনণকৃত জোলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে জোলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ২টার সদ্য খনণকৃত জোলার পানিতে লাফ দিয়ে খেলা করার সময় নিখোঁজ হয়। মৃত শিশুরা হলো, মনোহপরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)। স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত করে জানান, দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ ¯্রােতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টাকালে সেও ওই ¯্রােতের মধ্যে পড়ে ডুবে যায়। খালের উপরে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির মধ্যে নেমে তল্লাসী শুরু করে। ঘটনার দুই ঘন্টা পর খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা রায়হান আলী, আওয়াল হোসেন, এনছের আলী অভিযোগ করে জানান, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ৬ জন ফায়ার সার্ভিসের কর্মি ঘটনাস্থলে এসেছিল। কিন্তু তারা বাচ্চা দু’টি উদ্ধারে তাদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শিশু উদ্ধার হওয়ার পর তারা চলে যায়। এ বিষয়ে পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে আমরা পানিতে নামিনি এটা সঠিক। কারণ আমাদের পানিতে নেমে উদ্ধার করার অভিজ্ঞতা নেই। সেজন্য ডুবুরী টিম রয়েছে। আমরা ডুবুরী টিমকে খবর দেয়ার পর শিশু দু’টি উদ্ধার হয়। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই। পরে পুলিশের সহায়তায় তাদের লাশ বুঝিয়ে দিয়ে এসেছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments