বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুর সীমান্তে স্টিলবডি নৌকা ও ভারতীয় মদসহ বিভিন্ন পণ্যসামগ্রী আটক

তাহিরপুর সীমান্তে স্টিলবডি নৌকা ও ভারতীয় মদসহ বিভিন্ন পণ্যসামগ্রী আটক

আহাম্মদ কবির: সুনামগঞ্জের ব্যাটালিয়ন ২৮বিজিবি সদস্যরা তাহিরপুর সীমান্তে পৃথক অভিযানে স্টিলবডি নৌকা ও ভারতীয় চুনাপাথর, মদ বিড়ি সহ বিভিন্ন পণ্যসামগ্রী আটক করে।

বিজিবি তথ্যসুত্রে জানাযায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮বিজিবি’র তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৮জুলাই ভোররাতে অবৈধভাবে চুনাপাথর উত্তোলনের দায় ,সীমান্ত পিলার ১৯৯৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জংগলবাড়ি নামক স্থান হতে ৩০০ঘনফুট ভারতীয় চুনাপাথর সহ ১টি স্টিলবডি নৌকা আটক করে।

অপরদিকে একই উপজেলার লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৫ এর নিকট হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকছেদপুর নামক স্থান হতে ৭ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে।

এছাড়াও একই উপজেলার চাঁনপুর বিওপির টহল দল গতকাল মধ্যরাতে সীমান্ত পিলার ১২০২/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১বোতল ভারতীয় মদ ও ৬হাজার ৫শত পিস জীবন বিড়ি আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন২৮-বিজিবি অধিনায়ক তসলিম এহসান পিএসসি স্টিলবডি নৌকা ও ভারতীয় মদ চুনাপাথর,নাসির বিড়ির চালান ও জীবন বিড়ির চালান আটকের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও স্টিলবডি নৌকা,চুনাপাথর ও নাসির বিড়ির,জীবন শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments