বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় অক্সিজেন নিয়ে রোগীদের সাথে প্রতারণা, ৪ জনকে কারাদণ্ড

পাবনায় অক্সিজেন নিয়ে রোগীদের সাথে প্রতারণা, ৪ জনকে কারাদণ্ড

কামাল সিদ্দিকী: পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট আছে অপ্রচার চালিয়ে নিজেদের হেফাজতে রাখা অক্সিজেন দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা করার অভিযোগে গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদেরকে দোষী সাবস্ত করে কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্তরা হলেন, শহরের শালগাড়িয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫), শালগাড়িয়া শাপলা মোড়ের কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী আকাশকে (২৫) ১ মাসের করে কারাদন্ড দেয়া হয়। একই সাথে শালগাড়িয়ার আবু সাঈদে এর ছেলে আফজাল হোসেন (২৫) ও জন্টু হোসেনের ছেলে জীবনকে (২২) ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, করোনাকালীন এই সময়ে সরকারি হাসপাতালের পরিবেশ নষ্ট করে অপপ্রচার চালিয়ে যে কেউ, যে কোন ধরনের সুবিধা হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। তিনি বলেন, পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেনের কোন সংকট নেই। পাশাপাশি জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অসহায় রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন, প্রয়োজনে তাদের সহযোগিতা নেওয়ার আহবান জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments