বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় করোনায় আরও ১১ জনের প্রাণহানি, নুতন শনাক্ত ১৫৫

পাবনায় করোনায় আরও ১১ জনের প্রাণহানি, নুতন শনাক্ত ১৫৫

কামাল সিদ্দিকী: পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে প্রাণহানি ঘটেছেন ১১ জনের এবং ১৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে শনিবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ জন। এছাড়াও সদরে ৩ জন, সাঁথিয়া ১ জন, ফরিদপুরে ১ জন মারা গেছেন।
মৃত ব্যক্তিরা হলেন; জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুরের মোজাহার হোসেন (৫৬), সুজানগরের ইউসুফ আলীর ছেলে লুৎফুর রহমান (৬০), সদরের হেমায়েতপুরের চরবাঙ্গাবাড়িয়ার মৃত আলহাজ্ব এরাদ আলীর ছেলে রোস্তম আলী (৭২), সাঁথিয়া পৌর এলাকার নওয়ানির মৃত ময়েন মোল্লার ছেলে ওমর আলী( ৬৮), পাবনা সদরের দড়িভাউডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রফিকুল ইসলাম (৪০), আরিফপুর হাজিরহাটের সাইফুল ইসলাম (৬০), সদরের দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আব্দুর রহিম (৬৫)।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ জন ও ফরিদপুর উপজেলায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গত ২৪ ঘন্টায় পাবনায় ১৫৫ জন আক্রান্ত হয়েছে। এ সময় মারা গেছে ১ জন। অাক্রান্তের সংখ্যা একটু কম মনে হলে মৃত্যু কমেনি। তার তথ্য মতে, মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ২৮৪ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩১ জন। প্রায় ২ হাজার জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments