শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এখনো হয়নি স্বাভাবিক বন্যা, বাড়তে পারছে না বোনা আমন ধান

উল্লাপাড়ায় এখনো হয়নি স্বাভাবিক বন্যা, বাড়তে পারছে না বোনা আমন ধান

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের মওসুমে এখনো স্বাভাবিক বন্যা হয়নি। বিভিন্ন এলাকার আবাদী মাঠগুলোয় নেই বন্যার পানি ।

অনেক মাঠের বোনা আমন ধান বন্যার পানি না থাকায় বাড়তে পারছে না বলে জানা গেছে উল্লাপাড়া উপজেলার পশ্চিমাঞ্চলের মোহনপুর , উধুনিয়া , বড় পাঙ্গাসী , বাঙ্গালা ইউনিয়ন এলাকাসহ আরো বিভিন্ন এলাকার আবাদী মাঠগুলো বর্ষাকালে স্বাভাবিক বন্যাতেই পানিতে তলিয়ে থাকে । সেখানে ইউনিয়ন তিনটির উচু অনেক মাঠে পুরোপুরি বন্যার পানি নেই। কয়ড়া, দুর্গানগর , পূর্ণিমাগাঁতী , সলপ ইউনিয়নের নীচু এলাকার মাঠগুলোয় বন্যার পানি উঠে থাকে। সে সব মাঠে নেই বন্যার পানি । বর্ষাকালের শ্রাবণ মাসের প্রথম ভাগেও দেখা নেই স্বাভাবিক বন্যা । খোজ নিয়ে আরো জানা গেছে , বোনা আমন ধানের আবাদ হয় এমন বেশীরভাগ মাঠে বন্যার পানি না থাকায় সে ধান চারা বাড়তে পারছে না । কয়ড়া, সদর উল্লাপাড়া ইউনিয়নের স্বাভাবিক বন্যাতেই পানিতে তলিয়ে থাকে এমন মাঠগুলো পানি নেই। পতিত মাঠগুলো এখন ঘাসে ভরপুর দেখা গেছে । বেশ ক্#৩৯;জন কৃষকের কথায় বন্যার পানি না হলে আগাম করে রোপা আমন ধান ফসলের আবাদ করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments