শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর ত্রাণ পেল ৩ শতাধিক পরিবার

কোম্পানীগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর ত্রাণ পেল ৩ শতাধিক পরিবার

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী কোম্পানীগঞ্জে করেনা ভাইরাসের কারণে লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়া তিন শতাধিক পরিবারের মাঝে চতুর্থ দফায় ত্রাণ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী সিরাজ উদ্দৌলা।

মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, তেল, পেঁয়াজ, মরিচ,আলু,লবন,ডাল, সাবান ও চিনি।

ত্রাণ সামগ্রী বিতরণের সার্বিক তত্বাবধানে ছিলেন, প্রবাসী সিরাজ উদ্দৌলার ছেলে সাংবাদিক হাসান ইমাম রাসেল।

যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী সিরাজ উদ্দৌলা বলেন, নিজে প্রবাসে থাকলেও করোনা সংকটকালে ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর জন্য এ মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। তাছাড়াও প্রবাসী সিরাজ উদ্দৌলা নিজ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে নানানভাবে সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার ফলে এলাকার বাসিন্দারা তাকে মানবিক প্রবাসী বলে মন্তব্য করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments