মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়ার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক মোঃ মুজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে শুনানী শেষে সোমবার (২৩আগস্ট) দুপুরে এ স্থগিতাদেশ দেন।
সেই সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান (জীবল)। রিটে উল্লেখ করা হয় জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনিয়ম-দূর্নীতির অভিযোগে গত ১১ আগস্ট চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ নিয়ে গত ১২ আগস্ট বিভিন্ন জাতীয় দৈনিকে জাহিদ চেয়ারম্যানের বরখাস্তর সংবাদ ফলাও করে ছাপা হয়।

Previous articleশিশু জীবনের চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুরের পুলিশ সুপার
Next articleসিংগাইরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।