বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলামাদারীপুরে আ'লীগ সভাপতির বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা

মাদারীপুরে আ’লীগ সভাপতির বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা

আরিফুর রাহমান: মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের এক কোটি সত্তর লাখ ষাট হাজার পাঁচশত টাকা প্রতারণার অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতির শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।

মাদারীপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতে দুই সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের সভাপতির শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও মেঘনা ব্যাংক লিমিটেড এর চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার শেখ আনোয়ার হোসেন এর নামে মামলা দায়ের করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতির শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে সরকারি টাকা প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার এবং ঢাকা (যাত্রবাড়ী) মাওয়া-ভাঙ্গা, বরিশাল-পটুয়াখালী জাতীয় মহা সড়কের ৫৫ কি: মি: এ আড়িয়াল খা নদীর উপর অবস্থিত “ হাজী শরীয়তুল্লাহ সেতুর” উপর দিয়ে যানবাহন পারাপারের নিমিত্তে ২২ জুন ২০১৮ সাল থেকে ৩০ জুন ২০২১ খ্রি: পর্যন্ত ১০৪৪ দিনের জন্য টোল আদায়ের ইজারা কোটেশন বিজ্ঞপ্তি নং ৩/ইই,এম,আর,ডি/২০১৭-২০১৮ খ্রি: আট বার আহবান করা হয়। উক্ত ইজারা কোটেশনের তুলনামূলক বিবরণী তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সওজ রক্ষণাবেক্ষণ সার্কেল, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকার দপ্তর স্মারক নং ২২ র: বে: ৬ আগস্ট ২০১৮ খ্রি: মূলে প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা কর্তৃক বে: স: স্মারক নং ১৪২ প্র: প্র: এর মাধ্যমে উদ্ভুত মূল্য ভ্যাট ও আয়করসহ ১২ কোটি আঠাশ লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শত টাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান এস.এস. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর মালিক শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সাথে চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী ২২ আগস্ট ২০১৮ খ্রি: হতে টোল আদায় শুরু কইেব ঠিকাদারী প্রতিষ্ঠান। চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অত্র দফতরে এক কোটি সত্তর লাখ ষাট হাজার পাঁচশত টাকা জমা দেন নাই। সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী বাকি টাকা পরিশোধ করার জন্য ইজারাদারকে বারবার তাগিদ দিলে টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। এ জন্য সড়ক ও জনপথ বিভাগ এর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে দুই সেপ্টেম্বর মাদারীপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও মাদারীপুর জেলা কারাগার নির্মাণের সময় এস.এস. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর মালিক ও জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার বিরুদ্ধে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ পাওয়া গিয়েছিল। তখন তিনি ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য হন। মামলার বাদী মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, মাদারীপুরের শিবচর উপজেলার মাওয়া-ভাঙ্গা, বরিশাল-পটুয়াখালী জাতীয় মহা সড়কের আড়িয়াল খা নদীর উপর অবস্থিত “ হাজী শরীয়তুল্লাহ সেতুর” উপর দিয়ে যানবাহন পারাপারের নিমিত্তে ২২ জুন ২০১৮ সাল থেকে ৩০ জুন ২০২১ খ্রি: পর্যন্ত সরকারি বিধি মোতাবেক টোল আদায়ের ইজারা দেয়া হয় এস.এস. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর মালিক শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে। চুক্তি অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান এস.এস. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর মালিক শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও এর সাথে জড়িত মেঘনা ব্যাংক লিমিটেড এর চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার শেখ আনোয়ার হোসেন এক কোটি সত্তর লাখ ষাট হাজার পাঁচশত টাকা পরিশোধ না করায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। মাদারীপুর জজ কোর্টের সরকারি উকিল (জি.পি) জাকির হোসেন লোকমান বলেন, আড়িয়াল খা নদীর উপর অবস্থিত “হাজী শরীয়তুল্লাহ সেতুর” উপর দিয়ে যানবাহন পারাপারের নিমিত্তে এস.এস. ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর মালিক শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সাথে চুক্তি বদ্ধ হয় মাদারীপুর সড়ক বিভাগ। চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান এক কোটি সত্তর লাখ ষাট হাজার পাঁচশত টাকা পরিশোধ না করায় মাদারীপুর যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments