শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন

ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ১৭টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ১১টায় আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

দাশুড়িয়া বাজারের ব্যবসায়ীদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার। বক্তব্য রাখেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান আইজিপি স্যরের নির্দেশে আমরা মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করাছি। পাবনাকে মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে কাজ করছি। গত ৬ মাসে পাবনায় ২৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্য প্রদানকারীর নিরাপত্তায় আমরা তার নাম গোপন রাখছি। এসময় তিনি মাহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সাধরণ মানুষকে সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments