শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন

ফেরদৌস সিহানুক শান্ত: চলমান ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সকে ৩ বছরের নেয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৪দফা দাবি বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার দুুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কমিটির আহবায়ক মেহদী খান, কমিটির সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ম-সদস্য সচিব রকিবুল ইসলাম, মোঃ আবুল খায়ের, আইডিইবির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় প্রমূখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল ব্লিডিং কোড-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ গেজেট প্রকাশ করতে হবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সের মেয়াদ হ্রাসের উদ্যোগ বন্ধ এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত ৪ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

এছাড়া আর্ন্তজাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০’র জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সমাধানে এগিয়ে আসতে হবে।
শেষে এর প্রতিকার চেয়ে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা, অর্থ, জনপ্রশাসন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments