বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় দুই সাংবাদিক কারাগারে

রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় দুই সাংবাদিক কারাগারে

জয়নাল আবেদীন:” রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি নামের দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার কোতয়ালী মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক এফএম আহসান হাবিব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে নগরির শাপলাচত্তর এলাকায় রুপালী ন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে মামলা করেন ছোটন মিয়া নামে এক ভুক্তভোগী। রবিন চৌধুরী রাসেল পল্লী টিভির রংপুর প্রতিনিধি ও দৈনিক শ্রমিক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও একাত্তর সংবাদ২৪.কম এবং অপরাধ বার্তা ডটকম নামে অনলাইন পোর্টালে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত অপর আসামি শরিফা বেগম শিউলি দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক আমাদের কণ্ঠ, ইনফো বাংলা ও চ্যানেল টি ওয়ানে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। আর এরই ফলে দুজনের ক্ষমতার পরিধি ব্যাপক মনে করে সাংবাদিকতার নামে যা ইচ্ছে তাই করে বেড়ান ।

২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেন চাকরিপ্রত্যাশী ছোটন মিয়া। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার চার্জশীট দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার বিবরণে জানা গেছে, রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার রুপালি ন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি দু'জন বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে ছোটন মিয়া তাদের বিরুদ্ধ প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।আদালত ওই মামলাটি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব¡ দেন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৩ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।বুধবার দুপুরে ওই মামলায় আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments