শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাসোনামসজিদ-রহনপুর বন্দর পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

সোনামসজিদ-রহনপুর বন্দর পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

ফেরদৌস সিহানুক: বাংলাদেশের সঙ্গে নেপালের বাণিজ্য ও মানুষের যাতায়াত আরো বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্র (Dr. Banshidhar Mishra)

সোমবার(২৭ সেপ্টেম্বর) সকালে বন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। দুই দিনের চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে ডা. বানশিধর মিশ্র সকালে সোনামসজিদ স্থলবন্দর ও বিকালে রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরির্দশন করেন এবং বন্দরর সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেন।

ভারতের মহদিপুর ও সিংগাবাদ বন্দরও ঘুরে দেখেন নেপালের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, নেপালের পূর্ব ও দক্ষিণ অংশ চাঁপাইনবাবগঞ্জ থেকে কাছে। এই দুই দেশের বাণিজ্য এবং মানুষের যাতায়াত কীভাবে আরো বাড়ানো যায় এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তিনি পরিদর্শনে এসেছেন। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে নেপালের বাণিজ্য রয়েছে।

নেপাল কেন এই বন্দর ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য করবে না। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বীসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা।

এরআগে, চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনশ্রিধর মিশ্র। রোববার সন্ধ্যায় শহরের একটি হোটেলে চেম্বারের সভাপতি মো. এরফান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের সচিব মিসেস রিয়া সেটি, দ্বিতীয় সচিব মিস্টার রঞ্জন যাদব।

স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি মোঃ এরফান আলী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বােরের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক কবিরুল ইসলাম খান, মাইনুল ইসলাম, বাহরাম আলী, শাজাহান আলী, উজারের তপন,মোঃ মালেক, এম কোরাইশি মিলু, শহীদুল ইসলাম শহীদ, রুহুল হুদা পলাশ।

নেপালের রাষ্ট্রদূত ড. বনশ্রিধর মিশ্র বলেন, বাংলাদেশ ও ভারতের সাথে নেপালের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশের সরকারি নেপালের বাণিজ্য স্থলবন্দরের মাধ্যমে পরিচালিত হচ্ছে আগামীতে আরো বেশি গভীর হবে। বাংলাদেশ এখন পৃথিবীতে একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনীতি বিশ্বে অবদান রাখছে,। বাংলাদেশের যেকোন বিপদের সময় নেপাল এবং নেপালের বিপদের সময় বাংলাদেশ সহায়তা করে থাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments