জয়নাল আবেদীন: সনাতন ধর্মালম্বিদের শারদীয় দূর্গো উৎসব যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে রংপুর মহানগরীর ১শ৫৬টি পূজা মন্ডপে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১২লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
দুপুরে নগর ভবনের সভা কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে রংপুর সিটি এলাকার ১শ৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় রংপুর মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে ৭হাজার ৬শ’ ৯০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা’র সভাপতিত্বে আয়োজিত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আহবায়ক শ্রী ভবতোস সরকার বাচ্চু, সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট সমাজ সেবক শ্রী রাম কৃষ্ণ সোমানী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার যূগ্ম আহবায়ক কাউন্সিলর হারাধন রায়, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, মাহাবুবর রহমান মঞ্জু, আবুল কালাম আজাদসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলর, কর্মকর্তা এবং রংপুর মহানগরীর ১শ৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।