তাবারক হোসেন আজাদ: লক্ষামীপুরের রায়পুরে স্বাস্থ্য বিধি মেনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতা মোহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্ততি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিবি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষামীপুর-২ রায়পুর আসনের সাংসদ এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, আ’লীগের সাধারন সম্পাদক হাজি ইসমাইল খোকন, মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর ফায়ার সার্ভিস ষ্টেশান অফিসার আবদুল ওহাব মিঞা সহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।