বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম.এ গফুর মোল্লা।
এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. শেখ টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফারহান বালী, বরিশাল জেলা যুবমৈত্রী সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বেপারী, সদস্য সবুজ মাতুব্বর, জাকির হোসেন মাল, সিরাজুল হক সেন্টু, নান্নু প্যাদা, খোকন বেপারী, কাঞ্চন রাড়ী, সুলতান শেখ, ফারুক হোসেন আকন, মোহসীন উদ্দীন সরদার, শান্তি রঞ্জন দাসসহ উপজেলা ও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি অ্যাড. শেখ টিপু সুলতান বলেন, সভায় ওয়ার্কার্স পার্টির প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন এবং দলকে শক্তিশালী করতে দলীয় কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।