শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপ্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট, কলেজ শিক্ষক কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট, কলেজ শিক্ষক কারাগারে

বাংলাদেশ প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ‘অবমাননাকর’ পোস্ট শেয়ারের অভিযোগে কিশোরগঞ্জের একজন কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে রুহুল আমিন নামের ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

রুহুল আমিন কিশোরগঞ্জের হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের একজন প্রভাষক।

মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘১৪ অক্টোবর ফেসবুকের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অবমাননাকর পোস্ট দেয়া হয়। ওই প্রভাষক পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপর বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে এলে তিনি আমাদের জানান। তারপর আমরা তদন্ত করে শনিবার রাতে তাকে আখড়াবাজার এলাকা থেকে আটক করেছি। পরে তার বিরুদ্ধে হোসেনরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয় এবং তাতে তাকে গ্রেফতার দেখানো হয়। রোববার সকালে রুহুল আমিনকে আদালতে নেয়া হয়েছে।’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগেরমাধ্যমে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনা ঘটে।

২০১৩ সালে ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ায় বুয়েটের একজন শিক্ষকের সাত বছরের কারাদণ্ড হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments