শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা'অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে, তাই বিলম্ব না করে সময়মত চিকিৎসা নিন'

‘অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে, তাই বিলম্ব না করে সময়মত চিকিৎসা নিন’

নাজিব আশরাফ: বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে তাই কাল বিলম্ব না করে সময়মত চিকিৎসা নিতে বক্তারা আহবান জানান। বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য আর সুশৃংখল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের পরিবারকে সুরক্ষা দিতে পারে।

বক্তারা বলেন, খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পরার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বেড়ে চলেছে। এ ভয়াবহ অবস্থা থেকে পরিত্রান পেতে ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস’২১ উপলক্ষে গতকাল রবিবার সকালে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি (মডাস) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ গোলাম সরওয়ার। আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ এড. ফরিদ আহমেদ, সহ সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি ফারুক খান পাঠান, সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা: নার্গি আরা বীথি প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি ফরহাদ হাসান খান, সমিতির যুগ্ম সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, সমিতির প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য ছিদ্দিক আলী মল্লিক, মমতাজ উদ্দিন মন্তা, এড. অশোক কুমার সরকার, কাওসার জামান চৌধুরী, ইয়াজদানী কোরায়শী কাজল। এর আগে সকাল ৯টায় শহরের হরিকিশোর রায় রোডস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গনে একটি র‌্যালী বের হয়। পরে সমিতি প্রাঙ্গনে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ডসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। র‌্যালীতে শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ রোগী সদস্যরা অংশগ্রহণ করেন।

বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী বিনামূল্যে চার শতাধিক রোগীর রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা সেবা প্রদান করেন সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এ কে এম আব্দুল আউয়াল খান, ডাঃ নার্গিস আরা বীথি, ডাঃ খুরশিদুন্নাহার বেবী, ডাঃ বিশ^জিৎ রায় চৌধুরী এবং পুষ্টিবিদ ফৌজিয়া ঈশরাত ফ্লোরা প্রমুখ। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়”।

নজীব আশরাফ ময়মনসিংহ। ক্যাপশন: বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ উপলক্ষে ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি গতকাল একটি র‌্যালী বের করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments