বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাসোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি'র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার

সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ লক্ষ টাকা মূল্যের ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

গতকাল সোমবার রাতে সোনামসজিদ বিওপির গণকবর এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সোনামসজিদ বিওপির হাবিলদার কাবুল হোসেনের নেতৃত্বে বিওপি’র একটি টহল দল সোমবার রাত সোয়া ৮ টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৫/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের গণকবর নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৩’শ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

তিনি আরো জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments