বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে তৃতীয় লিঙ্গ হিজড়াদের নিয়ে এইডস প্রতিরোধে সভা অনুষ্ঠিত

রংপুরে তৃতীয় লিঙ্গ হিজড়াদের নিয়ে এইডস প্রতিরোধে সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে এইডস প্রতিরোধে সেন্সিটাইজেসন সভায় বক্তারা বলেছেন প্রতিটি জেলায় ভাসমান যৌন কর্মি পতিতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে যার একটি বৃহৎ অংশ হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ । যৌন নিরাপদ মাধ্যম বিশেষ করে কনডম ছাড়া যৌন মিলনের মাধ্যমে এইডস ছড়াচ্ছে ।

দেশে ২০২১ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাসে সংক্রমিত হয়েছে ৮হাজার ৭শ৬১ জন এর মধ্যে পর্যন্ত মৃত্যু হয়েছে ১হাজার৫শ৮৮ জন। আর শুধু ২১ সালে নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে ৭শ২৯ জন মৃত্যু বরণ করেন ২শ০৫ জন। গতকাল রংপুর সিভিল সার্জন কার্যালয়ে আইসিডিডিআর.বি ব্যবস্থাপনায় হলরুমে একটি বেসরকারি সংস্থার আয়োজনে হিজড়াদের নিয়ে ওই সভার সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়। সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কার্যক্রমের উপস্থাপন করেন শাহাবুল ইসলাম।বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় টিবি এক্সপ্যান্ট ডাঃ রানা চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কানিজ ফাতেমা, রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, এ্যাডভোকেট শারমিন, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়, রংপুর স্বাস্থ্য অধিকারের সভাপতি বেলাল আহম্মেদ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস ডেলীভারী প্রকল্পের ভারপ্রাপ্ত ব্যাবস্থাপক শামীম আহমেদ রংপুর বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল এবং হিজরা প্রতিনিধি রুপা খাতুন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments