শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

সুমন গাজী: গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ লাইনে জড়িয়ে দুলাল হোসেন (৪০) নামের এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মাওনা চৌরাস্তা সংলগ্ন খাজা কমপ্লেক্স এর জহুর আলী মিনি সুপার মার্কেটের তৃতীয় তলার ছাদের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় বিদ্যুৎ লাইনে ঝুলন্ত মরদেহ দেখে হাজার লোকজন জড়ো হয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বেলা সাড়ে ১১টারদিকে মরদেহটি উদ্ধার করে।

নিহত দুলাল হোসেন (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুলাল রংমিস্ত্রীর কাজ করতো। আজ সকাল থেকে জহুর আলী মিনি সুপার মার্কেটে কাজ করছিল। সকাল সাড়ে দশটার দিকে ভবনের ছাদের পাশের দেয়ালে রং করতে থাকে সে।

এ সময় ভবনের পাশে থাকা পল্লি বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের গ্রিড লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিদ্যুৎ লাইনের উপর ঝুলে পরে দুলাল। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিদ্যুৎস্পর্ষে দুলালের পুরো শরীর ঝলসে যায়।

ময়মনসিংহ পল্লি বিদ্যুৎ সমিতির-২ এর মাওনা অফিসের ডিজিএম কামাল পাশা জানান, বিদ্যুৎ লাইন বন্ধ না করে কাজ করায় এ ঘটনা ঘটেছে। আমাদের জানালে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দিতাম। খবর পেয়ে তাৎক্ষনিক বিদ্যুৎ লাইনের সঞ্চালন বন্ধ করে দেয়া হয়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইফতেখার হোসেন রায়হান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) রিপন খান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষথেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments