শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবছরের প্রথম দিনে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিলেন ডাঃ গোলাম...

বছরের প্রথম দিনে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিলেন ডাঃ গোলাম রাব্বানী দম্পতি

ফেরদৌস সিহানুক শান্ত: শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার ধারাবাহিকতায় ২০২২ইং সালের প্রথম দিনে আজ ১লা জানুয়ারি শনিবার সারাদেশের মত জেলার সকল স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

আজ সকাল ১০টায় শহরের নিয়ামত নগরে (অক্টয়মোড়)সুইড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র,ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন স্কুলটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী।

আজ সকাল ১০টায় স্কুল ভবনে নতুন বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস।

স্কুলের প্রধান শিক্ষক অহিদা খাতুন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

বই বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ গোলাম রাব্বানী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড,এ উপলব্ধি থেকেই জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দেওয়ার কর্মসূচি চালু করেছে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা না,প্রতিবন্ধীরা শিক্ষা শেষে চাকুরী সহ বিভিন্ন ভাবে নিজেদের স্বাবলম্বী করে দেশের কল্যানে কাজ করে যাচ্ছে এবং এ সরকার তাদের সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে। এ স্কুলের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আজ উচ্ছ্বসিত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments