বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপ্রবীণ লোক সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী গোস্বামী আর নেই

প্রবীণ লোক সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী গোস্বামী আর নেই

নজীব আশরাফ: ময়মনসিংহের প্রবীণ লোক সংগীত শিল্পী মঞ্জুশ্রী গোস্বামী (৭৫) গত ২ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৫ টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে বার্ধক্য জনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, একমাত্র কন্যা, নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন রাতেই কেওয়াটখালী শশ্মানে তাঁর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। মঞ্জুশ্রীর মৃত্যু সংবাদে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি তাৎক্ষনিক সমবেদনা জানিয়েছেন বহুরুপী নাট্য সংস্থার সচিব নাট্য ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু,বাংলাদেশ শিল্পকলা পরিষদ সদস্য সারওয়ার জাহান,জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান,কেন্দ্রিয় নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম,একাডেমী অব ফাইন আর্টস এর সভাপতি শহীদুল আলম লস্কর, উদীচী জেলা সংসদের সভাপতি ডা. প্রদীপ চন্দ্র কর, ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ, সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ওস্তাদ শাহাব উদ্দিন খান, নজরুল একাডেমীর পরিচালক সুবীর ধর বিলু, বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম, নাট্যকার নিজাম মল্লিক নিজু প্রমুখ। উল্লেখ্য, সঙ্গীতে বিশেষ অবদানের জন্য প্রয়াত এই গুণী শিল্পী জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সুরেলা কন্ঠের অধিকারিণী মঞ্জুশ্রী লোক সঙ্গীত ছাড়াও সঙ্গীতের সকল শাখায় সমান পারদর্শী ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন স্বল্প ভাষী, বিনয়ী ও অমায়িক। নিবেদিত প্রাণ এই শিল্পীর প্রয়াণে ময়মনসিংহের সঙ্গীত অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পুরণ হবার নয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments