শফিকুল ইসলাম: জয়পুরহাটে শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন। বিকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক হাজার ৫০০ টি দুঃস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
এ সময় জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন আলী, পৌর সভার কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
হোটেল শ্রমিক আলেয়া বেওয়া (৬৫) কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ ওনাদের ভালো করুন। পৌর মেয়র মেস্তাফিজুর রহমান বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের প্রতিবন্ধীরা শীতের কম্বল পেয়ে খুশি। আমরা যার যার অবস্থান থেকে এই সব প্রতিবন্ধীদের পাশে দাড়াই। জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।