শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজে পুরস্কার প্রদান

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজে পুরস্কার প্রদান

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল সোমবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

এসময় পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ ডিসেম্বর মাসে রংপুর মহানগরী এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা পূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও রংপুর মাহনগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন । গত ডিসেম্বর মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ- আরপিএমপির ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ মেহেরুল ইসলাম, কোতয়ালী থানা শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ শাহ্ জাহান, কোতয়ালী থানা।

আরপিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে, শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ তছলিম উদ্দিন আহমেদ,আরপিএমপি ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন মোঃ বায়েজীদ বোস্তামী, ট্রাফিক দক্ষিণ। উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিঃ উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনর্চাজগণসহ অন্যান্য অফিসারৃবন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments