শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ১০

বাংলাদেশ প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধের দায়ে মোট ১০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ)আরিফুল ইসলাম এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন টাউন হল মোড় হইতে ডাকাতির চেষ্টায় সন্দিগ্ঘ আসামী হিসাবে ১। সুমন (৩৫), পিতা- মিন্টু, সাং-খাগডহর বাজার, ২।মঈনুল(২২), পিতা-সেলিম মিয়া, সাং-খাগডহর ঘুন্টি ঈদগাহ মাঠ সংলগ্ন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে এবং অত্র থানাধীন মাসকান্দা নতুন বাজারস্থ মফিজ এর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে ৪০(চল্লিশ)পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। জুয়েল @জুয়েল খাঁ(২৪), পিতা-মোঃ সাবের উদ্দিন @ সাইফুল ইসলাম, মাতা-মোঃ মোছাঃ রোকশানা, সাং- মাসকান্দা নতুন বাজার, (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)নিরুপম নাগ এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন সেহড়া চামড়া গুদাম গার্লস ক্যাডেট কলেজের সামনে হইতে নিয়মিত অনান্য মামলার এজাহারনামীয় আসামী ১।মোঃ ইমন মিয়া(২০), বর্তমান সাং-ভাটিকাশর, মিশন স্কুলের পিছনে (মিনহাজ উদ্দিনের বাসার ভাড়াটিয়া), ২।মোঃ রুমন মিয়া(৩০), উভয় পিতামৃতঃ তারা মিয়া, উভয় স্থায়ী সাং-সেহড়া চামড়াগুদাম, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর মধ্যপাড়া এলাকা হইতে চুরি পুরাতন মামলায় ১। মোঃ আশরাফুল(২৮), পিতা-মোঃ সাবদুল, সাং-বলাশপুর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বাদেকল্পা সাকিনস্থ আমতলী তিন রাস্তার উপর হইতে ০২(দুই) পুটলা পলিথিনের প্যাকেটে মাদকদ্রব্য হিরোইন, যার প্যাকেটসহ মোট ওজন ০২(দুই) গ্রাম, যার আনুমানিক মূল্য ৬,০০০/- (ছয় হাজার) টাকা সহ মাদক ব্যবসায়ী ১।মোঃ শফিকুল ইসলাম শফিক (৫২), পিতামৃত-আহম্মদ আলী, সাং-বাদেকল্পা পশ্চিমপাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ ব্রীজ টোল প্লাজার পূর্ব পাশে জনৈক মোঃ জয়নাল আবেদিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৭(সতেরো) বোতল বিদেশি মদ যার গায়ে ইংরেজিতে ROYAL STAG 750ml লেখা আছে, প্রতিটি বোতলের কর্ক ইনটেক আছে, যার ওজন (৭৫০x১৭)=১২.৭৫ লিটার, মুল্য অনুমান (১৭x৩০০০)=৫১,০০০/-টাকা, (খ) কালো ও সবুজ রংয়ের ০১টি স্কুল ব্যাগের মধ্যে ০৮(আট) বোতল বিদেশি মদ, যার গায়ে ইংরেজিতে BLACK PURE GRAIL DELUXE WHISKY 750ml লেখা আছে, প্রতিটি বোতলের কর্ক ইনটেক আছে, যার ওজন (৭৫০x০৮)=০৬ লিটার, মুল্য অনুমান ২৪,০০০/-টাকা, সর্বমোট ওজন ১৮.৭৫ লিটার, মূল্য অনুমান-৭৫,০০০/টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল মিয়া (২১), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ হালিমা খাতুন, সাং-মিরকী বান্ধা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)দিদার আলম এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন বয়ড়া এলাকা হইতে সিআর (সাজাপ্রাপ্ত) গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। কিশোর বাহাদুর রায় (৫০), পিতামৃত-কুল বাহাদুর রায়, মাতামুত-লাছসি রানী রায়, সাং-বয়ড়া ভালুকা উত্তর পাড়া, পোঃ সুতিয়াখালী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসআই(নিঃ)তানজিল আল আসাদুজ্জামান এর এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা এলাকা হইতে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ মঞ্জুর আহমেদ রানা, পিতা-মোঃ ইমতিয়াজ আহম্মেদ শাহেদ, সাং-দিঘারকান্দা কাদু চেয়ারম্যান এর বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ১০ জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments