স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে আবারও ‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু হয়েছে। সাম্প্রতিক সময়ে ঈশ্বরদী ও আটঘোরিয়ায় করোনা আক্রান্তের হার আশংকাজনক হারে বেড়ে যাওয়া এবং হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় আবারও এই কার্যক্রম চালু করা হয়েছে।
‘শেখ হাসিনা ফ্রি অক্সিজেন ও চিকিৎসা সেবা’ কার্যক্রম চালু করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পুত্র সাকিবুর রহমান শরীফ কনক।
যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সরবরাহের পাশাপাশি চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে অক্সিজেন ও চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগীতা করছেন বলে জানা গেছে।
কনক শরীফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে করোনা আক্রান্তদের জন্য গতবারের মতো সেবা কার্যক্রম নিয়ে ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনা আক্রান্ত অবহেলিত, বঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পক্ষে অক্সিজেনসহ চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করা সম্ভব নয়। তাই আমার প্রয়াত বাবার মতো এই মহাবিপদে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জীবন রার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।