বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ৫ শতাধিক দুস্থদের কম্বল প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আ. ছত্তার খানের অর্থায়নে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুস ছত্তার খান, পৌর বিএনপির সভাপতি আবদুর রব খান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হাওলাদার, উপজেলা কৃষকদল সভাপতি তোফাজ্জেল হোসেন হাওলাদার, উপজেলা তাতী দল সভাপতি মো. সেন্টু মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুুর রহমান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আফজাল হোসেন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক চৌকিদার, আক্তার হোসেন আকন, আবদুল জলিল বাঘা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, পৌর ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির হোসেন মোল্লা প্রমুখ।