আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাস্তবায়নাধীন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন
আজ ১ফেব্রুয়ারি দুপুরে,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের ৩নং পি,আই,সি’র বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আলাউদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদ্দুজ্জামান সেলিম,,সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্যগণ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় তিনি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষ প্রকাশ করে,নির্ধারিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।