কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার বালুখালীর ময়নাঘোনা ক্যাম্প থেকে এক লাখ পিস ইয়াবাসহ শামসুল আলম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার রাত ৭টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
গ্রেপ্তারকৃত যুবক পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, মাদকের একটি বড় চালান ক্যাম্প থেকে অন্য জায়গায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে এপিবিএনের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওই যুবকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।