জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের এডিপির অর্থায়নে ৬২ লাখ টাকা ব্যয়ে তৃতীয়তলা বিশিষ্ট সিটি বাজার গণশৌচাগার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার সকালে সিটি বাজারের উত্তর-পশ্চিম প্রান্তে নির্মাণাধীন গণশৌচাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন রসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ব্লক প্রতিনিধি অলহাজ্ব মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাকিন আহাম্মেদ, মোঃ মিজানুর রহমান মিঠু ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কানন এন্টার প্রাইজ এর সত্তা¦াধীকারী আব্দুল কাহারসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।