গিয়াস কামাল: সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের উদ্যোগে ৮ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বালুয়াকান্দি বঙ্গবন্ধু লাইব্রেরি মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতি প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।

এসময় আরো উপস্থিত ছিলেন, সনমান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামালউদ্দিন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপসাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সজিব আহমেদ। এসময় সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রত্যকেই সাধ্যমতো অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। একটি শীত বস্ত্র তাদের শীত নিবারন করতে পারে। আসুন সকলেই শীতার্তদের পাশে দাড়াই।

আরও পড়ুন  পাবনায় এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের সচেতনতামূলক সভা
Previous articleঢাকা বিভাগের “সফল জননী নারী” ক্যাটাগরিতে ‘সেরা মা’ নির্বাচিত হয়েছেন আসমা আখতারী
Next articleদুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে, কেউ ছাড় পাবে না: কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।