শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান অতিঃ উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল ফোর্সসহ রংপুর নগরির বাংলাদেশ ব্যাংক মোড় সিংগার শো-রুমের সামনে চলাচলের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী ফয়সালুর রহমান ওরফে আকাশ ও মোঃ সাগর মিয়া নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে ।

আকাশের বাড়ি নারায়নগঞ্জ জেলার ফয়তুল্লা থানার মাদরাসা ছোট কবরস্থান নামক এলাকায় এবং সাগরের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্যপাড়া ইসলামপুর নামক এলাকায় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয় এবং গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments