শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ১

সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকায় যাত্রীবাহী লঞ্চ ও বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ১

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে বুধবার রাত ১১ টার দিকে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ সাথে ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটে। এতে মোতালেব মিজি (৫৫) নামে বাল্কহেড এর লস্কর নিখোঁজ রয়েছেন।

বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ বুধবার রাত ১১ টার দিকে সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছলে দারুল মাকাম-৩ নামের বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগে।

এসময় বাল্কহেডটি ডুবে যায়। এছাড়া লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ছিদ্রও হয়ে। প্রায় ৫০০ যাত্রীসহ লঞ্চটিকে তীরে নিরাপদে নোঙ্গর করান চালক। পরে সদরঘাট থেকে এম ডি কীর্তনখোলা-১০ নামে একটি লঞ্চ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা করে। এদিকে চাঁদপুর থেকে ডেমরাগামী বালুবাহী বাল্কহেডটি ডুবে গেলে বাল্কহেডে থাকা ৬ জনের মধ্যে ৫ জন নিরাপদে বের হয়ে তীরে উঠতে সক্ষম হলেও ১ জন নিখোঁজ হয়।

ডুবে যাওয়া বাল্ডহেডের এক সুকানি জানান, তাদের একজন সঙ্গী মোতালেব বালুবাহী জাহাজের ভেতরে আটকা পড়ে যায়। সে বের হতে পারেনি। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোতালেব বরিশালের ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে। ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরার মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজের উদ্ধারে অভিযান পরিচালনা করে উদ্ধার তৎপরতা চালায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments