বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাভারতে পাচারের শিকার দুই নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত

ভারতে পাচারের শিকার দুই নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত

শহিদুল ইসলাম: ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের শিকার দুই নারী দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসারা হলো, যশোর জেলার দরাজহাট গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে স্বপ্না খাতুন (২২) ও একই সদরের মোল্যাপাড়ার ইয়ার হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (২০)।

ফেরত আসা রোকেয়া খাতুন জানান, তারা পুনে শহরে বাসা বাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তাদের আদালতের মাধ্যেমে সরকারী ওমেন নামে একটি শেল্টার হোমে পুনে শহরে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর আজ দেশে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু জানান, এরা ভালো কাজের প্রলোভনে পড়ে গত দুই বছর আগে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যায়। ভারতের পুনে শহরে বাসা বাড়ির কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তারা দেশে ফেরত আসে। ইমিগ্রেশন এর কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর জাস্টিস এন্ড কেয়ার নামে একটি বেসরকারী সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হবে।

জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানায়, ফেরত আসা দুই নারীকে যশোর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments