বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাহঠাৎ শিলা বৃষ্টিতে যশোরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

হঠাৎ শিলা বৃষ্টিতে যশোরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

জহিরুল ইসলাম: হঠাৎ শিলা বৃষ্টিতে যশোরের মনিরামপুরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এরমধ্যে পটলের ক্ষতি হয়েছে বেশি, পানের বরজ, মুসুরি, সবজি ও আমের মুকুলও নষ্ট হয়েছে ৷
জেলায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৩০ নটিক্যাল মাইল ৷ যশোর বিমানবাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করে ৷

দেশের সবজির রাজধানীখ্যাত চুড়ামনকাটির কৃষক তোফায়েল জানান এমনিতেই এবছর সময়ে অসময়ে বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হচ্ছে তার উপর আজকের শিলা বৃষ্টিতে আরও বেশি ক্ষতি হয়ে গেলো ৷ মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের জহুরুল হক বলেন যে পরিমান শিলা বৃষ্টি হয়েছে তাতে করে মাঠে ফসলের অনেক বেশি ক্ষয় – ক্ষতি হয়েছে ৷ বিশেষ করে পটলের বেশি ক্ষতি হয়েছে সাথে অন্যান্য ফসলও নষ্ট হয়েছে ৷

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ – পরিচালক দীপংকর দাস বলেন ঝড় ও শিলা বৃষ্টির কারনে আমের মুকুল পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আমরা খোঁজ নিয়ে জেনেছি যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া, চৌগাছা ও মনিরামপুরে রবি মৌসুমের ফসল,সবজি ও পানের বরজে ক্ষতি হয়েছে ৷ এছাড়া ঝিকরগাছাশা ও শার্শায় কিছু কিছু জায়গায় ফসল নষ্ট হয়েছে ৷ তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷ ক্ষতির পরিমান জানতে একটু সময় লাগবে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments