শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

আহম্মদ কবির: মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়,জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে,ভূমিকম্প,অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও বর্ণাঢ্য র্যালি এবং প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১০মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা আহসানিয়া মিশনের অংশগ্রহণে,উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে,র্য্যালিটি পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়।এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলী,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিয়াকত আলী প্রমুখ।

বক্তারা দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।আলোচনা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments