বাংলাদেশ প্রতিবেদক: চাঁদপুর সদরে স্বামীর মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া শ্রীরামপুরের বাসিন্দা সবুজ ভূঁইয়ার স্ত্রী। তাদের পাঁচ বছরের একটা ছেলে রয়েছে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, সকাল ১০টার দিকে সবুজ ভূঁইয়া স্ত্রী আসমা ও ছেলে আল আমিনকে নিয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া শ্রীরামপুর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি হাইমচর উপজেলার আলগীবাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের পেছনের চাকায় আসমার বোরকা পেঁচিয়ে গেলে তিনি ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে তার লাশ চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়।

Previous articleসম্মিলিত প্রচেষ্টায় বেড়ে উঠুক অটিজম শিশুরা: প্রধানমন্ত্রী
Next articleইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ এখনই বন্ধ করতে হবে: পাকিস্তান সেনাপ্রধান
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।